জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু, নবীন শিক্ষার্থীদের বরণ
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ক্লাস শুরু হয়েছে।
রোববার (২২ জুন) নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলো।
ক্লাস শুরুর প্রথম দিনেই ক্যাম্পাসে নবীনদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আনন্দিত ও আশাবাদী। বিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থী রাকিব বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। আজ থেকে আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু হলো, আর আমি এই যাত্রায় অনেক কিছু শেখার জন্য আগ্রহী।”
নবীনদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমরা শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করি, তারা নিয়মিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের গড়ে তুলবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সৃজনশীল ও গতিশীল শিক্ষাব্যবস্থা গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, “নবীনদের জন্য এটি একটি নতুন সূচনা। আমরা চাই, তারা শুরু থেকেই একাডেমিক মনোযোগ বজায় রাখুক। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
এভাবেই শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনার পথে যাত্রা শুরু হলো দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
ক্লাস শুরুর প্রথম দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থী রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার জন্য গর্বের বিষয়। আজ থেকে আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু, এবং আমি এই নতুন অধ্যায়ে অনেক কিছু শিখতে উৎসুক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমরা শিক্ষার্থীদের স্বাগত জানাই। আশা করি তারা নিয়মিত অধ্যয়ন, গবেষণা এবং নৈতিক উন্নয়নের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ প্রস্তুত করবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল ও গতিশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য এটি তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ধাপ। আমরা চাই, তারা শুরু থেকেই পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক। এজন্য একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।
বিআলো/তুরাগ