• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচনে শিবিরের ঝড় 

     dailybangla 
    08th Jan 2026 2:05 am  |  অনলাইন সংস্করণ

    ভিপি, জিএস ও এজিএসে ‘অদম্য জবিয়ান ঐক্য’ জয়ী

    জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে মোট ৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাজা ফলাফলে দেখা গেছে, শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয়ী হয়েছে।

    প্রধান ফলাফল:
    ভাইস প্রেসিডেন্ট (ভিপি): ছাত্রশিবির প্যানেল জয়ী
    সাধারণ সম্পাদক (জিএস): আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির)
    সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মাসুদ রানা (ছাত্রশিবির)

    বুধবার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম এবং অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ ফলাফল ঘোষণা করেন।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়ে ব্যালট বাক্স কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে গণনায় কিছু গড়মিলের কারণে কাজ কিছুক্ষণ বন্ধ থাকলেও গভীর রাতে পুনরায় গণনা সম্পন্ন হয়।

    জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬,৬৪৫ জন, যেখানে প্রায় ৬৫% ভোট পড়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। সেখানে মোট ভোটার ১,২৪২ জন, এবং প্রায় ৭৭% ভোট পড়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031