জনগণের পাশে দাঁড়িয়ে অধিকার নিশ্চিত করতে কাজ করছে বিএনপি: আনোয়ারুজ্জামান আনোয়ার
তেজগাঁওয়ের কুনিপাড়ায় স্থানীয় সমস্যার সমাধানে বিএনপির প্রতিশ্রুতি; নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর ঘাটতি তুলে ধরলেন এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক: তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ২৪ নং ওয়ার্ডের কুনিপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য, সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক সফল কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার।
এ সময় উপস্থিতরা তাদের নানাবিধ সমস্যা—অবকাঠামোর ঘাটতি, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা সংকট এবং নিরাপত্তাহীনতা—উঠিয়ে ধরেন। সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার পর আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে থাকা। জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিএনপি জনগণের দলে পরিণত হয়েছে বলেই মানুষ আজ আশার আলো খুঁজে পাচ্ছে।”
তিনি আরও আশ্বাস দেন, জনগণের সমস্যা সমাধান ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করাই হবে আগামী দিনের আন্দোলনের মূল লক্ষ্য।
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান। বিশেষ বক্তা ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মাহমুদুর আলম মন্টু।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন দেলু, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম।