জনগণের ভোটাধিকারের আন্দোলন এখন দ্বারপ্রান্তে: সাজ্জাদুল মিরাজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেছেন, দীর্ঘ ১৬ বছরের নির্যাতন, মিথ্যা মামলা ও কারাভোগ শেষে আজ বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মিরপুর ১ নম্বরস্থ শাহআলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মিরাজ বলেন, “গত ১৬ বছর ধরে রাজপথে থেকে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। আজ আমরা যে অবস্থানে এসেছি, তা সম্ভব হতো না যদি ২৪ শে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন না ঘটত।”
নিজ এলাকার সঙ্গে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার কষ্ট প্রকাশ করে তিনি জানান, আওয়ামী সরকারের আমলে তার নামে ২৮০টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছিল। সেই কারণে টানা ১৬ বছর এলাকায় থাকা সম্ভব হয়নি। পুলিশি হয়রানি ও হামলার কারণে কোথাও এক মাসের বেশি অবস্থান করা যেত না। বহুবার হামলার শিকার হয়েছেন এবং নয়বার কারাভোগ করেছেন। তবে এসব নির্যাতন তাকে দমাতে পারেনি।
তিনি আরও বলেন, “আমার পরিবার বিএনপি সমর্থিত পরিবার। আমরা সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে আছি। আওয়ামী ফ্যাসিবাদের দমন-পীড়ন আমাদের দমাতে পারেনি, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমার অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে।”
উল্লেখ্য, বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এদিন মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ