• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জনগন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে: আমিনুল হক 

     dailybangla 
    20th Mar 2025 8:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। দেশে এখনও গণতন্ত্র ফিরেনি বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,জনগন তার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে।

    আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রমজানের ১৯ তম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর পল্লবীর বিভিন্ন স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় আমিনুল হক বলেন, পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে,সেই জনগণের সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

    বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।

    বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন,আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।এই বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ,সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান আমিনুল হক।

    এসময় তার সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য শামীম পারভেজ,হাফিজুল হাসান শুভ্র,সাজ্জাদ হোসেন মোল্লা, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু,রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম,বিএনপি নেতা হাজী আবু তৈযব,পল্লবী ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930