জনতা ব্যাংক ব্যাচ-১১ অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি হলেন মিজানুর রহমান
নাজমুল হোসেন, কসবা, (ব্রাহ্মণবাড়িয়া) : জনতা ব্যাংক পিএলসি, ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার বিভিন্ন শাখার ব্যাচ ১১ এর ব্যবস্থাপক এবং কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত জনতা ব্যাংক ব্যাচ-১১ অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় এবং পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন এই লক্ষ্য, উদ্দেশ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কার্যরত জনতা ব্যাংকের সকল শাখার ব্যাচ-১১ এর ব্যবস্থাপক কর্মকর্তাদের সম্বনয়ে এই কমিটি গঠিত হয়েছে।
জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সভাপতি, সরাইল শাখার ব্যবস্থাপক মো. মুরাদুর রশিদ সাধারণ সম্পাদক, আখাউড়া শাখার ব্যবস্থাপক বশিরুল আলম সিদ্দিকী সিনিয়র সহ-সভাপতি, অরুয়াইল শাখার ব্যবস্থাপক মো. মোমেনুর রহমান সহ-সভাপতি, আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, এরিয়া অফিস, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া সমবায় শাখার সিনিয়র অফিসার মো. কামরুল হাসানকে অর্থ সম্পাদক করে জনতা ব্যাংক ব্যাচ- ১১ অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়ার ১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
জনতা ব্যাংক ব্যাচ- ১১ অফিসার্স অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া, একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক পেশাজীবী কল্যাণমূলক সংগঠন বলে জানিয়েছেন সভাপতি মিজানুর রহমান।
বিআলো/আমিনা



