জনদুর্ভোগ প্রতিবেদনে সম্মাননা পেলেন সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল
নিজস্ব প্রতিবেদক: মফস্বল অঞ্চলের জনদুর্ভোগ নিয়ে অনুসন্ধানী সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে সেরা প্রতিবেদক সম্মাননা স্মারক পেলেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সাংবাদিক মো. জিল্লুর রহমান জুয়েল। জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকাল ৪টায় রাজধানীর কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মফস্বল অঞ্চলে জনদুর্ভোগ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনে অবদান রাখা সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। উদ্বোধক ছিলেন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র মহাসচিব কাদের গণি চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মো. শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. খুরশীদ আলম, সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) মুক্তারুজ্জামান চৌধুরী এবং দিন প্রতিদিন পত্রিকার প্রধান উপদেষ্টা মো. মোখতার হোসেন গাজী।
এসময় দেশের বিভিন্ন জেলার গণমাধ্যম ব্যক্তিত্ব, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল দীর্ঘ ১১ বছর ধরে দিন প্রতিদিন পত্রিকার গলাচিপা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। উপকূলীয় এলাকার জনজীবন ও জনদুর্ভোগের চিত্র সৎ ও নিষ্ঠার সঙ্গে তুলে ধরার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বিআলো/এফএইচএস