• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব 

     অনলাইন ডেক্স 
    03rd Dec 2025 3:49 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম শাহ্জালাল সাইফুল : জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    বৃহত্তর কুমিল্লার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান মো. ফিরোজ সরকার কর্মজীবনে সততা, আদর্শ, কর্মদক্ষতা ও বিচক্ষণতার জন্য ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে নানান চ্যালেঞ্জ পেরিয়ে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ সফলতার সঙ্গে পালন করেছেন। খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে তার দক্ষ নেতৃত্ব মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে বলে আশা করা হচ্ছে।

    এর আগে মো. ফিরোজ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরও পূর্বে তিনি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

    ব্যক্তিজীবনে তিনি দাউদকান্দি উপজেলার পশ্চিম পাঁচগাছিয়া ইউনিয়নের হরিনা ভবানীপুর এলাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার বাবা মরহুম আর্শ্বাদ সরকার এবং মা মরহুমা মমতাজ বেগম। তিন ভাই ও তিন বোনের পরিবারে তিনি সবার ছোট।

    শিক্ষাজীবনে তিনি মতলব উত্তর থানাধীন নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। তাদের তিন ভাইই নিজ নিজ কর্মক্ষেত্রে আলোকিত ভূমিকা রেখে দেশের সেবা করে যাচ্ছেন। বড় ভাই মো. নজরুল ইসলাম (বিএসসি, বিএড) ছিলেন মতলবের নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক। মেজ ভাই মো. মাজহারুল হক বাবুল বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

    দাউদকান্দির এই ‘সরকার পরিবার’ স্থানীয়ভাবে যেমন সম্মানিত, তেমনি জাতীয় পর্যায়েও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তারা সমাজে আলোর দিশা দেখাচ্ছেন। নতুন খাদ্য সচিব মো. ফিরোজ সরকারের সফলতা কামনা করে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা দেশ ও জাতির কল্যাণে তাদের ধারাবাহিক অবদানের অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

    বিআলো/এআর

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031