• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জন্মদিনের উৎসবে যে শর্ত রেখেছেন লামিনে ইয়ামাল 

     dailybangla 
    13th Jul 2025 12:51 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: লামিনে ইয়ামাল এখন প্রাপ্তবয়স্ক। ১৭ পেরিয়ে আঠারোতে পড়েছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার। জন্মদিন মানে মোমবাতি নেভানো, কেক কাটা, পার্টি, হইহুল্লোড়, উপহার। স্পেনের ভূমধ্যসাগরীয় দ্বীপ ইবিজায় ইয়ামালের জন্মদিনের উৎসবও বর্ণিল করে তুলবেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারের সদস্য এবং অন্য আকাশের তারকারা।

    তবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মুঠোফোন আনতে বারণ। যাতে জন্মদিনের অনুষ্ঠানের ছবি বাইরে না চলে যায়। বিশেষ করে গণমাধ্যমের হাতে। আরেকটি কঠিন শর্ত, পার্টিতে কেউ মাদক নিয়ে প্রবেশ করতে পারবেন না। ওসব একদম চলবে না।

    বার্সেলোনা ও স্পেনের হয়ে ১২৭ ম্যাচে ৩১ গোল করার পাশাপাশি ৪৩ অ্যাসিস্ট, দুটি লা লিগা খেতাব জয়, কোপা দেল রে ও ইউরোজয়ী ইয়ামাল ইতোমধ্যে তারকাখ্যাতি পেয়ে গেছেন। তার জন্মদিনে তারার মেলা বসবে না তো কার জন্মদিনে বসবে।

    সুনীল আকাশের সঙ্গে সমুদ্রের মিতালি, নিদ্রাহীন রজনী, ভ্রমণপিপাসু পর্যটকদের পদচারণায় মুখর রুপালি সৈকত এবং আলো ঝলমলে ক্লাবের জন্য বিখ্যাত ইবিজা দ্বীপে ইয়ামালের জন্মদিনের পার্টিতে ক্রীড়া ও সংগীতের তারকারা আমন্ত্রিত।

    তাদের মধ্যে রয়েছেন— ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিল্টন, স্প্যানিশ গায়িকা বাদ গিয়াল, পুয়ের্তো রিকার গায়ক ওজুনা।

    এদিকে আজ থেকে কার্যকর হবে বার্সেলোনার সঙ্গে তার নতুন চুক্তি। জন্মদিনে বার্সা ইয়ামালের হাতে তুলে দেবে ১০ নম্বর জার্সি। এটাই বোধহয় জন্মদিনে ইয়ামালের জন্য সবচেয়ে দামি ও দুর্লভ উপহার।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930