জন্মদিনে নতুন লুকে হাজির বিদ্যা সিনহা মিম
dailybangla
10th Nov 2025 3:45 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: জন্মদিনেও ভক্তদের চমক দিলেন ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিম। কক্সবাজার সৈকতে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি।
গোলাপি পোশাকে সমুদ্র, রোদ আর আকাশের মিশেলে মিম যেন শান্তির প্রতীক হয়ে ধরা দিয়েছেন।

অভিনয় থেকে কিছুদিন দূরে থাকলেও মডেলিং ও ভ্রমণে সক্রিয় রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী। পারিবারিক আয়োজনেই উদযাপন করবেন এবারের জন্মদিন।
চিরচেনা পরিচয়ের বাইরেও ভক্তদের কাছে তিনি পরিচিত ‘ভ্রমণকন্যা’ নামে।
বিআলো/শিলি



