জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিদ কমিটি
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্যঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বায়জিদ সরকার বিজয়।
সোমবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন সংগঠনটির মডারেটর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি: তাহসিনা নাইমা খান, ইব্রাহিম শেখ, তাওহীদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আলিফ, মো. আবু সাঈদ, মনিকা জাহান খাদিজা, সাংগঠনিক সম্পাদক: মো. মেহেদী হাসান, ট্রেজারার: কাঞ্চি আক্তার কাজল, দপ্তর সম্পাদক: মো. শাহরিয়ার জুবায়ের।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. বায়জিদ সরকার বিজয় বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে আইটি সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য গর্বের বিষয়। আমি একটি শেখার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইটি দক্ষতা বাড়াতে সক্ষম হবে।
নবনির্বাচিত সভাপতি ইমাম হোসেন বলেন, এই দায়িত্ব পাওয়াটা সম্মানের পাশাপাশি বড় এক দায়িত্বও। আমি সকল ভোটার, সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য হবে আইটি সোসাইটিকে আরও প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব সংগঠনে রূপান্তরিত করা।
তিনি আরও জানান, নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের আয়োজন করবে।
বিআলো/এফএইচএস