জবি শিক্ষার্থী আহাদের মৃত্যুতে ফিন্যান্স বিভাগের শোক
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ফিন্যান্স বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মোঃ আহাদের হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলী এবং জবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনও করেন।
জবির এমবিএর ফিন্যান্স বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ আহাদ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুরান ঢাকার সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন একটি মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর মেসের সহপাঠীরা তাৎক্ষণিক দেখতে পেয়ে তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে তার অর্গান অকেজো হয়ে পরলে ধানমন্ডি পপুলার হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(১৯ ফেব্রুয়ারী) বেলা ১২ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।
বিআলো/তুরাগ