জবি শিক্ষার্থী জুবায়েদ খুন, আটক নারী শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারী শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ জানায়, জুবায়েদ ওই এলাকার এক এইচএসসি শিক্ষার্থী বর্ষাকে টিউশন করাতেন। রাত ১১টার দিকে বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ মিছিল বের করে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “এটি পরিকল্পিত হত্যা। দোষীদের আইনের আওতায় আনতে হবে।”
পুলিশ বলছে, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বিআলো/শিলি



