জমকালো আয়োজনে এনবিএর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ) এর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি অভিজাত ক্লাবে।
১১ জুলাই শুক্রবারের এই আয়োজনে সভাপতিত্ব করেন এনবিএ প্রেসিডেন্ট ডা. সাকলায়েন রাসেল। প্রধান অতিথি ছিলেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। গেস্ট অব অনার ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপি নেতৃবৃন্দ, এবি পার্টি ও এনডিএমের শীর্ষ নেতারা, এনবিএ প্রধান উপদেষ্টা জাভেদ কারদার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
প্রথম পর্বে ছিল বার্ষিক সাধারণ সভা যেখানে এনবিএ সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী গত বছরের প্রতিবেদন ও পরিকল্পনা তুলে ধরেন এবং গঠনতন্ত্র সংশোধনীর কিছু ধারা কণ্ঠভোটে পাস হয়। দ্বিতীয় পর্বে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন এনবিএ পরিবারের সদস্যরা।
এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল, এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিংক, কালার্স ডায়েরি ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।
বিআলো/তুরাগ