জমকালো আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির মৌসুমী ফল উৎসব
dailybangla
30th Jun 2025 10:16 pm | অনলাইন সংস্করণ
আমিরুল ইসলাম ফরহাদ: বাঙালির হাজার বছরের কৃষ্টির অন্যতম উপাদান হলো খাদ্যাভ্যাস। এ খাদ্যাভ্যাসের প্রধান উপকরণ হলো সুজলা, সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রকৃতির অপার সৃষ্টি নানাবিধ ফলফলাদি। আর তাই তো সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির এক ব্যতিক্রমী উদ্যোগে আয়োজিত হলো এক প্রাণবন্ত “মৌসুমি ফল উৎসব”।
আজ সোমবার (৩০জুন) কলেজে তাদের নিজস্ব কক্ষে এই আয়োজন করা হয়।মৌসুমি ফল উৎসব ঘিরে বিভিন্ন ধরনের দেশীয় মৌসুমি ফল, আম, জাম, কাঁঠাল,আনারস,পেয়ারা,লটকট,পেপে, ড্রাগনফল,কলা ইত্যাদি ফল পরিবেশন ও উপভোগ করেন। উৎসবটি ঘিরে ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এসময় উপস্থিত ছিলেন, ড. কাকলী মুখোপাধ্যায়, অধ্যক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ড. ফরিদা ইয়াসমিন, উপাধ্যক্ষ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, অধ্যাপক মনিরুল ইসলাম, সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মোঃ জসিমউদদীন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা, রবিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, নুরুন্নবী আখন্দ, সভাপতি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনসিসি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্লাটুন, রেডক্রিসেন্ট, আর্ট ক্লাব, গালস গাইড এবং সোহরাওয়ার্দী কলেজ পরিবারের নেতৃবৃন্দ।
এসময় কলেজের অধ্যক্ষ ড.কাকলি মুখোপাধ্যায় বলেন আজকের যে অভিনব আয়োজন হয়েছে, এই অভিনবত্ব আমাকে ছুয়ে গেছে। কারণ সাংবাদিকতার সাথে আবার মৌসুমী ফল উৎসবের আয়োজন করা দেখে আমাকে নাড়া দিচ্ছে, আমি অভিভূত।
সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সমিতি শুধু সংবাদই প্রকাশ করে না তারা ডায়নামিক।তাদের ডাইমেনশন আছে। এই ফল উৎসবের মাধ্যমে পুরো বাংলাদেশকে তারা একটা টেবিলের মধ্যে নিয়ে আসছে।তাদের এই চিন্তা-চেতনা আরো ডায়নামিক হোক। আমি আমার অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি। তারা এই সাংবাদিকতার মাধ্যমে দেশকে পৃথিবীর সামনে উজ্জ্বলভাবে উপস্থাপন করবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসীম উদ্দীন বলেন, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে যে এত সুন্দর আয়োজন হতে যাচ্ছে তা দেখে আমরা মুগ্ধ। বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী ছাত্রদল এর পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের সাথে রয়েছি এবং এরকম আরো ভালো প্রোগ্রাম হবে সোহরাওয়ার্দী কলেজে। বাংলাদেশের যেসব অপসংস্কৃতি রয়েছে এগুলোর মাধ্যমে তা দূর হয়ে যাবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় এরকম ভালো কাজের সাথে থাকবে। ভবিষ্যতে এসব সংস্কৃতি,ভালো কাজের হবে সেই প্রত্যাশা করছি।
এসময় সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, ক্যাম্পাসে সাংবাদিকতা করার পাশাপাশি নিজেদের আনন্দ দেওয়ার জন্য, এবং দেশি সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি তারই অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন। এছাড়াও আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে যারা রাজনীতি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত আছেন তাদের নিয়ে এক টেবিলে বসে কিছু সময় উপভোগ করা আলহামদুলিল্লাহ আমরা মুটামুটি সফল। আজকের উপস্থিতি আমাদের তাই বলে।
আজকে কলেজের দুটো প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছে, এছাড়াও, বিএনসিসি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্লাটুন, রোভার স্কাউটস, গালস গাইড, রেডক্রিসেন্ট, আর্ট ক্লাব, সোহরাওয়ার্দী কলেজ পরিবার সহ বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এক টেবিলে বসে ফলের স্বাদ উপভোগ করলাম। আমাদের আজকের আয়োজনে আশার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।