• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জমজমাট ফাইনালে কিংসকে হারিয়ে শিরোপা ধরে রাখলো গ্লাডিটরিয়েস 

     dailybangla 
    29th Dec 2025 1:36 am  |  অনলাইন সংস্করণ

    ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন সুবাহা গ্লাডিটরিয়েস

    নিজস্ব প্রতিবেদক: উত্তেজনা, লড়াই আর দর্শক উল্লাসে মুখর ছিল সুবাহা প্রিমিয়ার লীগ–২০২৫ সিজন–৫-এর ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সুবাহা কিংস ও সুবাহা গ্লাডিটরিয়েস। রোমাঞ্চকর এই ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে সুবাহা গ্লাডিটরিয়েস ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো (ব্যাক টু ব্যাক) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সুবাহা কিংস নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে সুবাহা গ্লাডিটরিয়েস মাত্র ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নেয় এবং অনায়াস জয় নিশ্চিত করে।

    ফাইনাল ম্যাচে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. পনির। তিনি ৪২ বলে ঝকঝকে ৭৬ রান করার পাশাপাশি ৩ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট।

    টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে—
    সেরা ব্যাটার: মো. আল-আমিন (৫ ম্যাচে ৩৫৭ রান)
    সেরা বোলার: মো. শান্ত (৫ ম্যাচে ১১ উইকেট)
    সেরা ফিল্ডার: নীল
    সেরা ক্যাচার: বাপ্পি
    প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: মো. পনির (৬ ম্যাচে ২৭১ রান ও ৯ উইকেট)

    সুবাহা ক্রিকেট ক্লাবের মূল লক্ষ্য তরুণ সমাজকে ক্রিকেটমুখী করা। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোলেমান হোসাইন রাকিব জানান, ক্রিকেটের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যেই তিনি নিয়মিত এই টুর্নামেন্টের আয়োজন করে থাকেন।

    সুবাহা প্রিমিয়ার লীগ–২০২৫ সিজন–৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল আমিন সুমন, সিইও, Nirzhor Group of Limited।

    অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. জহিরুল ইসলাম (রনি মুন্সি), কাউন্সিলর পদপ্রার্থী, ৬৬ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান আলোচক ছিলেন মো. ফারুক, সভাপতি, ভোরের আকাশ সংগঠন।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহম্মেদ (সিইও, সীমা এন্টারপ্রাইজ), মো. আল-আমীন (চেয়ারম্যান, শহীদুল্লাহ অটো), মো. শরীফুল ইসলাম পাটোয়ারী (চেয়ারম্যান, এইচ এম গোল্ড ইন্টারন্যাশনাল), গিয়াসউদ্দিন আজম (চেয়ারম্যান, R.G Gold International), ইমরান আহম্মেদ রুবেল (পরিচালক, জার্মান টেলিকম এন্ড ব্যাটারী হাউস), মো. দিদার হোসেন চৌধুরী (সাবেক জাতীয় হকি খেলোয়াড়), রাজন মাহমুদ (RM Sports), ইব্রাহিম হোসেন রোহান (ABS Sports Club), আহসান শাফিন (স্বত্বাধিকারী, TS Sports), মো. আল-আমিন মুন্সি (উপদেষ্টা, ভোরের আকাশ সংগঠন) ও মো. আল-আমীন মিয়া সোহেল (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)।

    অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন অ্যাডভোকেট মো. আল-আমীন ভূইয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, স্বপ্নধারা যুব ফাউন্ডেশন।

    বিআলো/তুরাগ 

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031