জম্মু ও কাশ্মীরে অস্ত্রধারীদের হামলায় ভারতীয় সেনাসহ নিহত ৪
dailybangla
25th Oct 2024 12:06 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় অস্ত্রধারীদের হামলায় দুই সেনাসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এই হামলায় দুইজন সেনাসদস্যের পাশাপাশি দুইজন বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
গত ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ওই এলাকায় সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত তিনদিন আগে ছয় নির্মাণ শ্রমিকসহ একজন ডাক্তারকে হত্যা করে সন্ত্রাসীরা। এদের মধ্যে দুজনকে একটি নির্মাণাধীন ভবনের টানেলে হত্যা করা হয়। নিহতরা হলেন- ডাক্তার শাহনেয়াজ, গুরমিত সিং, মোহাম্মাদ হানিফ, ফাহিম নাসির এবং কালেম।
ওই অঞ্চলের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ- অস্থানীয় শ্রমিকদের ওপর হামলাকে কাপুরুষিত জঘন্য হামলা বলে মন্তব্য করেছেন। সূত্র: এনডিটিভি
বিআলো/শিলি