• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৭ 

     dailybangla 
    21st Oct 2024 2:05 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরে ১৬ অক্টোবর নতুন সরকার গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মধ্যে অঞ্চলটিতে দ্বিতীয়বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। গানদেরবাল জেলার গুন্ড এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক চিকিৎসক ও ৬ জন অভিবাসী শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।

    ২০ অক্টোবর, রবিবার রাতে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতও হন।

    এখনও এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর গুলি চালায়। গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিল তারা।

    জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, বন্দুকধারীদের ধরতে এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। এর আগে, ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের এক শ্রমিককে হত্যা করে সন্ত্রাসীরা।

    এ ঘটনায় গভীর শোক জানিয়ে নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, সোনমার্গে শ্রমিকদের ওপর হামলা দুঃখজনক। নিহতরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প নির্মাণের কাজ করছিলেন।

    নিরস্ত্র মানুষের ওপর এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভয়াবহ এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি।  সূত্র: এনডিটিভি

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930