জম্মু-কাশ্মীর: থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯
আর্ন্তজাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে নওগাম থানায় মধ্যরাতে একটি শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হরিয়ানার ফরিদাবাদে সন্ত্রাসবিরোধী অভিযানে উদ্ধার করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থানার ভেতরে সংরক্ষিত ছিল। ফরেনসিক ও পুলিশ দল এসব বিস্ফোরক পরীক্ষার সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মুহূর্তে গোটা ভবন কেঁপে ওঠা এবং আগুন ও কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ার দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণের অভিঘাতে থানা প্রাঙ্গণে থাকা একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকাজ এখনো চলছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরে পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে পাওয়া গেছে মানবদেহের অংশ।
বিআলো/শিলি



