জয়পুরহাটে ঘুষ-তদবির ছাড়াই ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৩ জন
মোঃ নেওয়াজ মোরশেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে কোনো ঘুষ বা তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই সুযোগ দেওয়া হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট পুলিশ লাইন্সে এই ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। ফলাফলে আরও ৩ প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে উত্তীর্ণ প্রার্থীরা আনন্দের অশ্রুতে ভেসে যান।

জানা গেছে, আগস্ট মাসের ১৩-১৫ তারিখের মধ্যে পুলিশের কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১২৯৪ জন প্রার্থী আবেদন করেন। এরপর ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন, যাদের মধ্যে ২৫ জন উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়।
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, “সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্য প্রার্থীদের মূল্যায়ন করা হয়েছে। চাকরি পাওয়া প্রার্থীদের মধ্যে অনেকেই গরীব ও হতদরিদ্র। পুলিশে চাকরি মানেই ঘুষ বা তদবিরের প্রয়োজন—এ ধরনের ধারণা আমরা পাল্টে দিতে চাই।”
বিআলো/তুরাগ