জয়পুরহাটে জাল নোট ছাপানো চক্রের দুই সদস্য গ্রেপ্তার
মো. নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট: জয়পুরহাটে জান টাকা ছাপানো চক্রের মূলহোতা আরাফাতসহ ২ জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে জালানোট ছাপানোর সরঞ্জামাদি ও ৩৫ হাজার ৯০০ জালনোট এবং নগদ ২৯০০ টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃত মূল হোতা আরাফাত আজিজুল হক জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের আনিছুর রহমানের ছেলে ও তার সহযোগী আহসান উল্লাহ রিয়াদ নওগাঁর ধামুইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আল আমিন রিপনের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার জানান, আটককৃত জালনোট ছাপানোর মূলহোতা আরাফাত দীর্ঘদিন ধরে জালনোট ছাপিয়ে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন জেলায় সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহ করে করে আসছিলো। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এসব জালনোট টাকার বান্ডিলের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে চালানোর জন্য বিভিন্ন বিপনী বিতানে সরবরাহ করছিলো বলে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
বিআলো/তুরাগ