জয়পুরহাটে মহা অষ্টমীতে ‘শুদ্ধাতা কুমারি পূজা’ অনুষ্ঠিত
মো. নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট: সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাতা কুমারিতে ভগবতীর বেশি প্রকাশ। আর আরাধনার মধ্য দিয়ে দেবীকে কুমারি মেয়ের মাঝে বাস্তবরূপে খুঁজে পেতে জয়পুরহাটের মাদারগঞ্জ পূজামণ্ডপে অনুষ্ঠিত হলো কুমারী পুজা।
শারদীয় দুর্গা উৎসবের মহা অষ্টমীর দিনে মাদারগঞ্জ পূজামণ্ডপে কুমারী মেয়েকে দেবীর আসনে বসিয়ে শত শত ভক্ত আর পূজারীরা দেবীর সান্নিধ্য লাভের আশা করেন।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট পৌর সদরের মাদারগঞ্জ দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে এই কুমারি পূজার আয়োজন করা হয়। এই কুমারি পূজায় শহরের পূর্ব বাজার, মারোয়ারীপট্রি এলাকার অলক আগরওয়ারের শিশুকন্যা মন্দির ভিত্তিক স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ইতি আগরওয়াল কুমারির আসনে বসলে পূজা অর্চনা শুরু হয়। এবার জয়পুরহাটে মোট ২৯৩টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
বিআলো/তুরাগ