জয়ের স্বপ্ন দেখছেন হামজা
dailybangla
09th Oct 2025 8:53 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে আজ (বৃহস্পতিবার) রাতে হোম ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা চৌধুরী।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “খুব চান্স আছে। আমাদের ট্যালেন্ট আছে, অ্যাগ্রেসিভনেস আছে। ইনশাআল্লাহ আমরা উইনিং টিম হবো।”
আগের দুই ম্যাচে বাংলাদেশ একটিতে হেরেছে, আরেকটিতে ভারতের সঙ্গে ড্র করেছে। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে হাভিয়ের কাবরেরার দল। তবে হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান খেলোয়াড়রা।
হামজা আরও বলেন, কোচ ও সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক দারুণ, সবাই কঠোর পরিশ্রম করছে। রক্ষণভাগে ভুল কম হলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
বিআলো/শিলি