জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) চলমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (২৪ জুন) ইশরাক হোসেনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল থেকে জানানো হয়, বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন করবেন ইশরাক হোসেন। ডিএসিসির চলমান আন্দোলন, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ‘অবমাননাকর দাবি’ ও ‘বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদসহ সামগ্রিক বিষয় নিয়ে তিনি এ সংবাদ সম্মেলন করবেন।
এদিকে, দীর্ঘ দিন বন্ধ রাখার পর সোমবার (২৩ জুন) থেকে খুলেছে ডিএসসিসির নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে সেবা কার্যক্রম। তবে পাশাপাশি ইশরাকের অনুসারীদের অবস্থান কর্মসূচিও চলমান রয়েছে।
বিআলো/শিলি