• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাজেটে বরাদ্দ ১০০ কোটি 

     dailybangla 
    04th Jun 2025 4:11 pm  |  অনলাইন সংস্করণ

    মোহাম্মদ আলী: জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারে উপরের সারিতে। ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, লবণাক্ততা বৃদ্ধি ও স্বাস্থ্যঝুঁকি এখন দেশটির টেকসই উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

    এ বাস্তবতা বিবেচনায় রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু প্রশমন ও অভিযোজন কর্মসূচি, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব বিশ্লেষণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

    সালেহউদ্দিন আহমেদ বলেন, এই বাজেটে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডকে কেন্দ্র করেই দেশের অভিযোজনমুখী কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। এতে যেসব বিষয় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে-নগর ও গ্রামীণ অঞ্চলে বায়ু ও পানি দূষণ রোধে প্রকল্প গ্রহণ, উপকূলীয় অঞ্চলগুলোতে টেকসই কৃষি ও পানীয়জলের ব্যবস্থা, নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা, গণমাধ্যম ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং শিশু, নারী ও প্রতিবন্ধীদের জন্য জলবায়ু সুরক্ষার নির্দিষ্ট কর্মসূচি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930