• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জলবায়ু সম্মেলন কপ-২৮ : সবচেয়ে বড় সম্মেলন এবার 

     dailybangla 
    03rd Dec 2023 12:03 pm  |  অনলাইন সংস্করণ

    দুবাই থেকে কাঞ্চন কুমার দে: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের জলবায়ু সম্মেলন কপ-২৮-য়ে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ ৮৪ হাজারের বেশি প্রতিনিধি।

    এ বছরের সম্মেলনে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলের ৮৪ হাজারের বেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক ও অধিকারকর্মী যোগ দেওয়ার কথা রয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যাটি সম্মেলন শেষ হওয়ার পরে জানা যাবে।

    তথ্য বলছে, ১৯৯২ সালে শুরু হওয়ার পর কপের আর কোনো সম্মেলনে এত বেশি মানুষ অংশ নেয়নি। সম্মেলন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

    গত বছর মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫০ হাজার। সর্বপ্রথম ১৯৯৫ সালের কপ-১-য়ে অনুষ্ঠিত অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪ হাজার।

    ইতোমধ্যে সম্মেলনের তৃতীয় দিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২২ দেশ কার্বন নিঃসারণ কমানোর প্রতিশ্রুতি দেন। তারা বলেন, ২০৫০ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুতের কার্যক্রম বর্তমানের চেয়ে তিনগুণ করা হবে।

    যুক্তরাষ্ট্র ছাড়া প্রতিশ্রুতি দেওয়া দেশগুলোর তালিকায় রয়েছে বুলগেরিয়া, কানাডা, চেক রিপাবলিক, ফ্রান্স, ঘানা, হাঙ্গেরি, জাপান, মলদোভা, মঙ্গোলিয়া, মরক্কো, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031