জাকসু নির্বাচন বর্জন ঘোষণা জাতীয়তাবাদী ছাত্রদলের
dailybangla
11th Sep 2025 4:34 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে, ভোটগ্রহণ শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে, ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এ ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্র মনিটর করার জন্য জামায়াত নেতার কোম্পানিকে টেলিকাস্টসহ ভিডিও ক্যামেরা সরবরাহ ও সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরকে পুরো ভোটকেন্দ্র মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে।
তানজিলা হোসেন বৈশাখী বলেন, আমাদের বিজয় ব্যাহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত শিবিরের সঙ্গে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন ঘটছে না। তাই আমরা নির্বাচন বর্জনে বাধ্য হচ্ছি।
বিআলো/এফএইচএস