জাকির খানের নির্দেশনায় চাষাড়া বিজয়স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কারানির্যাতিত মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশনায় চাষাড়া বিজয়স্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয়স্তম্ভে জাকির খানের সমর্থকরা ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন। এ উপলক্ষে দেওভোগ এলাকা থেকে একটি বিশাল র্যালি বের করা হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় এসে শেষ হয়।
কর্মসূচিটি বাস্তবায়িত হয় জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের সভাপতিত্বে। পরে তাঁর নেতৃত্বে নেতাকর্মীরা বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম হোসেন, হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক ও যুবদল নেতা পারভেজ মল্লিক, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন, গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মো. কাউসার, ব্যবসায়ী নেতা সনেট ও জাকির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদুল্লাহ, জেলা প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আখতার হোসেন অপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিআলো/এফএইচএস



