• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাগ্রত পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে নিবন্ধন সংকট নিয়ে ক্ষোভ 

     dailybangla 
    28th Nov 2025 10:47 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নিবন্ধনে অবাস্তব শর্ত আরোপ করে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে-এমন অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী। তিনি বলেন, ওয়ান-ইলেভেন থেকে শুরু হওয়া অগণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় রাজনৈতিক দল নিবন্ধনকে ইচ্ছাকৃতভাবে জটিল ও অকার্যকর করা হয়েছে, যা জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

    শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাগ্রত পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত পার্টির মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য, কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল অদুদ। এছাড়া বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মুন্সি, যুগ্ম মহাসচিব মো. রিয়াজ খান, মুখপাত্র কাজী শামসুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    প্রধান আলোচক মোহাম্মদ আব্দুল অদুদ বলেন, স্থায়ী কার্যালয়, ৭০টি উপজেলা ও ৩০ জেলায় সাংগঠনিক কাঠামো থাকা সত্ত্বেও দলটি নিবন্ধন না পাওয়া অত্যন্ত দুঃখজনক। আদালতে আমরা ন্যায়বিচারের প্রত্যাশা করছি।

    মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ বলেন, জাগ্রত পার্টির নেতাকর্মীরা শিক্ষিত, সুসংগঠিত ও সুনাগরিক। এ দলে অপরাধীদের কোনো স্থান নেই। সংগঠনের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় কাঙালি ভোজ ও মধ্যাহ্নভোজ। দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবদুল জলিল চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

    অনুষ্ঠানে দলীয় চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের পক্ষ থেকে সকল নেতা-কর্মী ও দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031