• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাতির সেবায় সদাপ্রস্তুত ৬০ লক্ষ আনসার-ভিডিপি: মহাপরিচালক 

     dailybangla 
    03rd Sep 2025 8:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, জাতির সেবায় সর্বদা প্রস্তুত রয়েছে ৬০ লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য।

    ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার কুমিল্লা রেঞ্জ পরিদর্শন শেষে আয়োজিত দরবারে তিনি এ কথা বলেন। এ সময় মহাপরিচালক আনসার-ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব ও সক্ষমতার ভিত্তিতে জাতির সেবায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুগোপযোগী প্রশিক্ষণ, যোগ্য সদস্য নির্বাচন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন ও দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বাহিনীর নবগৃহীত ‘সঞ্জীবন প্রকল্প’-কে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন ও কর্মসংস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে জাগ্রত করবে এবং দারিদ্র্যের শৃঙ্খল ভেঙে সমাজকে মুক্তির পথে এগিয়ে নেবে।

    মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতাত্তোর বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির অবদান স্মরণ করে তিনি বলেন, দেশের পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আনসার ব্যাটালিয়ন ও হিল আনসার-ভিডিপি কার্যকর ভূমিকা রাখছে। সমতলেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে আনসার সদস্যরা আজ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সুশৃঙ্খল ও নিবেদিত।

    শৃঙ্খলার মানোন্নয়নে বাহিনীর অসাধারণ অগ্রগতির কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের ফলে বাহিনীর শৃঙ্খলা অনন্য উচ্চতায় পৌঁছেছে। তিনি আরও জানান, সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে অঙ্গীভূত সাধারণ আনসারদের রেশন বৃদ্ধি নিয়ে পদক্ষেপ চলছে।

    তিনি জোর দিয়ে বলেন, আমাদের দায়িত্ব কেবল নিরাপত্তা নিশ্চিত করা নয়; বরং দেশের মাটি ও মানুষের সেবায় ৬০ লক্ষাধিক ভিডিপি সদস্যকে কার্যকরভাবে কাজে লাগানোই মূল লক্ষ্য। দুর্যোগ ও জাতীয় ক্রান্তিকালে এই সুবৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী সমাজের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ পরিচালক মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930