জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্ব তুলে ধরেন ড. ইউনূস: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তিনি বাংলাদেশের ছয়টি রাজনৈতিক দলের নেতাসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টার সফরের ছয়টি গুরুত্বপূর্ণ সাফল্যের কথা তুলে ধরেন:
১. গণতান্ত্রিক অঙ্গীকারের বার্তা
ড. ইউনূস সাধারণ পরিষদের ভাষণে বাংলাদেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বিদেশ সফরের উদ্যোগ বিশ্বকে দেখিয়েছে, বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে ঐক্যবদ্ধ।
২. বৈশ্বিক নেতাদের সঙ্গে কৌশলগত সংলাপ
ইতালি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, কসোভো ও ভুটানের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এছাড়া জাতিসংঘ মহাসচিব, শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ইউনিসেফ ও বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
৩. রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব
ড. ইউনূস রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের নেতৃত্ব তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছ থেকে ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা আদায় করেন।
৪. এলডিসি উত্তরণে স্বাধীন মূল্যায়নের আহ্বান
বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া ও অগ্রগতির স্বচ্ছতা প্রদর্শনের লক্ষ্যে জাতিসংঘকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির স্বাধীন মূল্যায়নের জন্য আমন্ত্রণ জানান।
৫. নতুন অর্থনৈতিক ও কর্মসংস্থানের সুযোগ
কসোভো, আলবেনিয়া ও ইউরোপের অন্যান্য দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিদেশে শ্রম ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
৬. সহযোগিতামূলক আন্তর্জাতিক ভবিষ্যতের ভিশন
ড. ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের অবস্থান আরও নিশ্চিত করেছে—দেশটি একটি দায়িত্বশীল বৈশ্বিক অংশীদার হিসেবে গণতান্ত্রিক শাসন, মানবিক সংহতি ও গঠনমূলক সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।
বিআলো/শিলি