জাতি গঠনে কোর অব সিগন্যালস্ এর অবদান প্রশংসনীয় : সেনাবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন–২০২৫ আজ সোমবার (১০ নভেম্বর) যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসি অ্যান্ড এস)–এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান এসটিসি অ্যান্ড এস-এ পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং কমান্ড্যান্ট, এসটিসি অ্যান্ড এস।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালস্ এর অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালস্ এর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, *“কোর অব সিগন্যালস্ দেশ ও জাতি গঠনে গৌরবোজ্জ্বল ঐতিহ্য বহন করছে। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই কোরের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”*
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, এমআইএসটি; ডিজি, ডিজিডিপি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, এসটিসি অ্যান্ড এস; সকল সিগন্যাল ব্রিগেডের কমান্ডার ও সিগন্যাল ইউনিটসমূহের অধিনায়কগণ; এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে এসটিসি অ্যান্ড এস-এ কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
যশোর সেনানিবাসস্থ শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযথ সামরিক ঐতিহ্য ও রীতিনীতির মধ্য দিয়ে কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার “কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেন। এ সময় একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
বিআলো/ইমরান



