জাতীয়করণের দাবিতে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ
dailybangla
13th Aug 2025 5:00 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার (১৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করেছেন এবং বিভিন্ন স্লোগান দিয়েছেন।
বেলা সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়। আন্দোলনে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষকরা জানান, তাদের একটাই দাবি-জাতীয়করণ। তারা বলেন, “আমাদের দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না।” আন্দোলনরত শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেমন: এক দফা এক দাবি-জাতীয়করণ”, “এক দেশে দুই নীতি মানি না” এবং “আশ্বাস না আন্দোলন? আন্দোলন, আন্দোলন।
বিআলো/এফএইচএস