• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়লো 

     dailybangla 
    04th Nov 2025 2:33 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেটারদের জন্য সুখবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার (৩ নভেম্বর) বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভার পর মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এ তথ্য জানান। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, বিসিবি পরিচালকদের সভায় চুক্তিভিত্তিক নারী ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চলতি অর্থবছর থেকেই কার্যকর হবে।

    নতুন চুক্তি অনুযায়ী:

    * ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ১ লাখ ৬০ হাজার টাকা পাবেন (আগে ১ লাখ ২০ হাজার টাকা)।
    * ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ১ লাখ ৩৫ হাজার টাকা (আগে ১ লাখ টাকা)।
    * ‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার ৯৫ হাজার টাকা (আগে ৭০ হাজার)।
    * ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ হাজার টাকা (আগে ৬০ হাজার) পাবেন।
    অধিনায়ক অতিরিক্ত ৩০ হাজার, সহ-অধিনায়ক ২০ হাজার ভাতা পাবেন।

    নতুন চুক্তিতে ক্যাটাগরি অনুযায়ী খেলোয়াড়রা হলেন:

    * ‘এ’ ক্যাটাগরি: নিগার সুলতানা, নাহিদা আক্তার, শারমিন আক্তার
    * ‘বি’ ক্যাটাগরি: ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান, সোবহানা মোস্তারি
    * ‘সি’ ক্যাটাগরি: স্বর্ণা আক্তার
    * ‘ডি’ ক্যাটাগরি: সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার

    চুক্তির বাইরে থাকা খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ পেলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া, দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930