জাতীয় নাট্যশালায় তরুণদের জাদুতে বিমোহিত দর্শক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হলো “তারুণ্যের জাদু সন্ধ্যা ২০২৫”।
অনুষ্ঠানটি জাদুশিল্পী ঐক্য কল্যাণ সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল। এতে দেশবরেণ্য ও তরুণ জাদুশিল্পীরা একে একে মঞ্চ মাতালেন মনোমুগ্ধকর জাদু প্রদর্শনের মাধ্যমে।
জাদু পরিবেশন করেন নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ্, জাদু দম্পতি অনিক ও তৃশাহ্, বাসেদ মাহমুদ, সাদাত মামুন, বিদেশ অধিকারী এবং বৈরাগী সুজন। তাদের দক্ষতার জাদুতে দর্শকরা মুগ্ধ হয়ে মিলনায়তন কানায় কানায় পূর্ণ ছিল।
অনুষ্ঠানের মঞ্চ পরিচালনায় দায়িত্ব পালন করেন জাদুশিল্পী আরিয়ান খান, আমিনুল ইসলাম রিপন, সাংবাদিক সোহাগ খান, রবিউল ইসলাম, সেলিম রেজা এবং সোহেল আহমেদসহ অনেকে।
বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানটির শেষ পর্যায়ে কেক কেটে উদযাপন করা হয়। এ সময় অংশগ্রহণকারী জাদুশিল্পীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন জাদুশিল্পী মোহাম্মদ আলী সামস্, যিনি হঠাৎ মৃত্যুবরণ করা মাতার কারণে উপস্থিত হতে পারেননি। এ ঘটনায় সকল জাদুশিল্পী শোক প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
শিল্পী এবং দর্শকরা এই আয়োজনকে জাদুশিল্পের ঐক্য ও নতুন প্রজন্মের সৃজনশীলতাকে উজ্জীবিত করার একটি স্মরণীয় সন্ধ্যা হিসেবে অভিহিত করেছেন।
বিআলো/তুরাগ