জাতীয় নির্বাচনে নিরাপত্তায় নামছে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবেন প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্য থাকবেন ৩৭ হাজারের বেশি।
গতকাল বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ কেন্দ্র বাইতুল ইজ্জতে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনকালীন সময়ে বাহিনীগুলো সমন্বিত ও পরিকল্পিতভাবে দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দেশের ৬১টি জেলায় নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবেন, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
এ সময় বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত, অনৈতিকতা বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি



