জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধন মাগুরায়
এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।
আয়োজনটি করে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, মাগুরা; আর বাস্তবায়ন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মাগুরা সদর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদ, পিপিএম এবং মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস।
সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে আধুনিক পশুপালন প্রযুক্তি, প্রাণিসম্পদ উন্নয়নের বিভিন্ন উদ্যোগ, রোগ প্রতিরোধ ব্যবস্থা, ভেটেরিনারি সেবা কার্যক্রমসহ নানা বিষয়ের ওপর স্টল স্থান পেয়েছে। পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আয়োজিত হবে বিভিন্ন কর্মসূচি, সেমিনার ও তথ্যভিত্তিক সেশন।
আয়োজকরা জানান, এ প্রদর্শনী জেলার পশুপালন খাতে আধুনিকতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতেও অনুপ্রেরণা যোগাবে।
বিআলো/এফএইচএস



