জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের জন্মদিনে মানবিক উদ্যোগ
রূপনগরে এতিম ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কৃতী গোলরক্ষক আমিনুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) রাজধানীর রূপনগরে এতিম, সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টুর আয়োজনে এবং স্বেচ্ছাসেবকদল রূপনগর থানার সদস্য সচিব সাজেদুল আলম টুটুলের তত্ত্বাবধানে। জন্মদিন উপলক্ষে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে নেতাকর্মীরা এক প্রতিবন্ধী অসহায় পরিবারের হাতে রিকশা উপহার দেন। অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রওশন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সেলিম, সহসভাপতি মো. ফুতুন মিয়া, যুবদল রূপনগর থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাঈমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতারা বলেন, “আমিনুল হক শুধু মাঠের নায়ক নন, তিনি মানবিকতার প্রতীক। খেলাধুলা ও রাজনীতির মেলবন্ধনে তিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।”
বিআলো/তুরাগ