জাতীয় বক্ষব্যাধী হাসপাতাল ইউনিটের সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক: আততায়ীর গুলিতে আহত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করার পর অবশেষে মারা গেছেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির (৪৪৮/এ, মগবাজার, ঢাকা) জাতীয় বক্ষব্যাধী হাসপাতাল ইউনিটের সাধারণ সম্পাদক জামাল হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর গভীর শোক প্রকাশ করেছে সমিতির কেন্দ্রীয় কমিটি।
এক শোকবার্তায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আবু সায়েম বলেন, “জাতীয় বক্ষব্যাধী হাসপাতাল ইউনিটের সাধারণ সম্পাদক জামাল হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সংগঠনের প্রতি আন্তরিক নেতা। তাঁর অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন সেই দোয়া করি।”
তিনি আরও বলেন, “আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং যারা এই জঘন্য কাজের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এদিকে জামাল হোসেনের মৃত্যুতে কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মীরা জানান, তিনি ছিলেন সকলের প্রিয় এবং সহজভাবে সবার সাথে মিশে যেতেন। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়।
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
বিআলো/তুরাগ