• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল 

     dailybangla 
    25th Jul 2025 11:07 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে বার্ন ইনস্টিটিউটে এসেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা।

    বৃহস্পতিবার সকালে দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানকার দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

    বার্ন ইনস্টিটিউটের একজন চিকিৎসক জানান, ‘ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল এসে এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা দগ্ধদের বিষয়ে বিভিন্ন তথ্য জেনেছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন। চীনের চিকিৎসক দলের সঙ্গেও ভার্চুয়ালি কথা হয়েছে।’

    গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৮৯, মোট মৃতের সংখ্যা ছাড়াল ৫৯ হাজার ৫০০ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমাদের সারাদিন কী কী হয়েছে রাত ৮টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব। বিচ্ছিন্নভাবে আমি এখন কিছু বলতে চাচ্ছি না।’

    ভারতীয় হাই কমিশনের এক বিবৃতি অনুযায়ী, ভারতের দুই শীর্ষ হাসপাতাল— দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত দলটি বুধবার বাংলাদেশে পৌঁছায়। এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দগ্ধদের সেবা দিতে প্রয়োজনীয় রসদ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকা যাবে। তারা রোগীদের অবস্থা পর্যালোচনা করবেন এবং প্রয়োজন মনে করলে পরবর্তী চিকিৎসা কিংবা বিশেষায়িত সেবার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেবেন।’ প্রয়োজনে আরও লোকবল পাঠানো হবে বলেও জানায় নয়াদিল্লি।

    উল্লেখ্য, সোমবার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যাওয়ায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

    এদিকে বৃহস্পতিবার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আহতদের চিকিৎসা সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি মেডিকেল দল আজ সন্ধ্যায় ঢাকায় আসবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি চিকিৎসা দল ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসছে। তারা বার্ন ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন প্রদান করবে।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031