জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবদুল হাই খোকন: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় হামদ, নাত, কেরাত, আবৃত্তি, নৃত্য, সংগীত, রচনা, বিতর্ক ও অভিনয়—এই বিভিন্ন বিভাগে উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষা কার্যক্রমে গতি সঞ্চার, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকের, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়ালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মো. সোলায়মান।
বিআলো/ইমরান



