জাতীয় সংসদে দুপুর ২টায় শহীদ হাদির জানাজা, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
বিআলো ডেস্ক: ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজা ও দাফন অনুষ্ঠানে এক হাজার পুলিশসহ বডি ওর্ন ক্যামেরা মোতায়েন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ওসমান হাদির জানাজার সময় মাঠ পর্যায়ে বডি ওর্ন ক্যামেরার কার্যকারিতা যাচাই ও সাধারণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “কোনো নিরাপত্তা শঙ্কা নেই। মূলত বডি ওর্ন ক্যামেরাগুলো নিয়মিত ব্যবহারের অংশ হয়ে যাচ্ছে, তাই কার্যকারিতা যাচাই করা প্রয়োজন।”
হাদির লাশ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল সোয়া ১১টায় তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পরে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাফনের প্রস্তুতি নিয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি ও আধা-সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় বন্দুকধারীদের হামলায় গুরুতর আহত হন হাদি। প্রথমে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিআলো/শিলি



