জাতীয় সমাবেশ সফল করতে চরবংশি ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই (শনিবার) বেলা ২টায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করতে চরবংশি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
১৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে চরবংশি ইউনিয়ন জামায়াতের অফিস থেকে শুরু হয়ে খাশেরহাট বাজারের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের কাছে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা গাজী মুনজির হাসান এমরান বলেন, “আমাদের সাত দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যেই জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আমরা এ লিফলেট বিতরণ করছি।”
তিনি জানান, জামায়াতের সাত দফা দাবিগুলো হলো:
১. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
২. জুলাইসহ সকল গণহত্যার বিচার
৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৪. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৫. জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৬. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৭. এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মো. ইমাম হোসাইন (সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২নং উত্তর চরবংশি ইউনিয়ন) সহ ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ