জাতীয় সাংবাদিক ফাউন্ডেশনের নেতৃত্বে ফারুক–রুবেল
২০২৬–২০২৮ মেয়াদে নতুন নেতৃত্বে সংগঠনের প্রত্যাশা
হৃদয় খান: দেশের সাংবাদিক সমাজের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করা জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে কে এম রুবেল নির্বাচিত হন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সংগঠনের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্প্রতি মগবাজারের হোটেল রেড অর্কিডে জেএসএফবি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন অতিথিরা।
নির্বাচন ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার, চিত্রনায়ক রুবেল, সাবেক জেল সুপার ফরমান আলী, অপরূপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলী, ফোরকান সিকদার, গাজী নুরুল হক শাহ, এ বি এম সিদ্দিক কায়সার, শাহ আলম বাবলু, আল আমিন, তারেক হোসেইন মুন্না, আব্দুল হালিম নিরব, মঈন উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনে আইনি সহায়তা প্রদান, আধুনিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন, পাশাপাশি অসুস্থ ও দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে জেএসএফবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিআলো/তুরাগ



