• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের নতুন মহাসচিব মো. সোয়েব রহমান 

     অনলাইন ডেক্স 
    21st Dec 2025 2:18 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোয়েব রহমান। এ উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের এল মল্লিক কমপ্লেক্সে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের কনফারেন্স হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লায়ন মো. হেলাল উদ্দিন হিলু।

    সভায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সাবেক মহাসচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন হিলুকে পদোন্নতি দিয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে সাবেক যুগ্ম মহাসচিব মো. সোয়েব রহমানকে পদোন্নতি দিয়ে মহাসচিব পদে মনোনীত করা হয়।

    এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রাকিব উদ্দিন রানা ও মো. তোফায়েল আহমেদ কায়সার। শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে তাসলিমা আক্তার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে এইচ এম ইমন দায়িত্ব গ্রহণ করেন।

    নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন সংগঠনের চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম নবনির্বাচিত নেতাদের যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের সাংবাদিকদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

    নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মহাসচিব মো. সোয়েব রহমান বলেন, তার অভিজ্ঞতা ও শ্রমের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে সুসংহত করাই তার প্রথম লক্ষ্য। পর্যায়ক্রমে জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টকে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী ও মর্যাদাসম্পন্ন সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করাই তার প্রধান দায়িত্ব।

    সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলতাফ হোসেন, লায়ন এ বি এম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব মো. সাউকি বিপ্লব, লায়ন মো. শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক রাজিয়া তূর্ণা ও মো. রিপন হোসেন, পর্যটন বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আমিন, ঢাকা বিভাগীয় সভাপতি মো. সোহাগ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবুল বাশার, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমন, সহ পর্যটন বিষয়ক সম্পাদক নুরুন্নাহার চৌধুরী আলপনা, সহ দপ্তর সম্পাদক মো. সাইদুল ইসলাম, নির্বাহী সম্পাদক মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী। চেয়ারম্যানের সমাপনী বক্তব্য ও শহিদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031