‘জানতাম না এটি বেটিং সাইট’- ব্যাখ্যা দিলেন প্রভা
বিনোদন ডেস্ক: বেআইনি বেটিং সাইটের প্রচারণায় অজান্তেই যুক্ত হয়ে বিপাকে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ভুল বোঝাবুঝিতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রভা জানান, রমজানে একটি প্রতিষ্ঠান তাকে গেমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিয়ে প্রচারণার জন্য যোগাযোগ করে। বারবার জিজ্ঞেস করলেও তারা জুয়া বা বেটিংয়ের কোনো তথ্য দেননি। টোকেন মানি নেওয়ার পর একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা দিতে বলা হয়।
ভিডিওটি প্রকাশের পরই দর্শকদের প্রতিক্রিয়া থেকে জানতে পারেন এটি একটি বেটিং সাইট। বিষয়টি বুঝে তিনি সঙ্গে সঙ্গে প্রচারণা স্থগিত করেন এবং কোম্পানিকে জানিয়ে দেন তিনি আর এই কাজে যুক্ত থাকবেন না।
প্রভা বলেন, কোম্পানি বিভিন্নভাবে তাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তিনি সিদ্ধান্তে অনড় থাকেন। ভবিষ্যতে কখনোই বেটিং বা জুয়াসংক্রান্ত কোনো প্রচারণায় যুক্ত হবেন না বলেও জানান অভিনেত্রী।
বিআলো/শিলি



