জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচির ১৭ খাতে বিনিয়োগ পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপস, জাহাজ নির্মাণসহ ১৭টি কৌশলগত ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতেই এই উদ্যোগ নিচ্ছে টোকিও।
মঙ্গলবার প্রকাশিত এক সরকারি নথিতে দেখা যায়, ২০২৬ সালে চূড়ান্ত হতে যাওয়া এই প্রবৃদ্ধি পরিকল্পনাটি নভেম্বরের শেষের দিকে ঘোষণা হতে যাওয়া নতুন প্রণোদনা প্যাকেজের সঙ্গে সমন্বয় করে প্রস্তুত করা হচ্ছে। ব্যবসায়িক দৈনিক নিক্কেই জানিয়েছে, পরিকল্পনার সম্ভাব্য আকার ১০ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যেতে পারে।
গত মাসে সংখ্যালঘু সরকারের নেতৃত্বে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাকাইচি। তিনি ‘জাপান গ্রোথ স্ট্র্যাটেজি কাউন্সিল’ গঠন করেছেন, যার প্রথম বৈঠক সোমবার গভীর রাতে অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রকাশিত নথিতে দেখা যায়, বিনিয়োগের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর মধ্যে প্রতিরক্ষা, ওষুধ, গুরুত্বপূর্ণ খনিজ, মহাকাশ, সাইবার নিরাপত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও পারমাণবিক ফিউশন অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রী ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে বৈঠকে তাকাইচি বলেন, আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুরোধ করছি যেন এই উদ্যোগগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সম্পূরক বাজেট ও কর ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, “অর্থনৈতিক ব্যবস্থা চূড়ান্ত হওয়ার জন্য অপেক্ষা না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ শুরু করতে হবে।”
উল্লেখ্য, গত মাসের শেষ দিকে তাকাইচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকে জাহাজ নির্মাণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মতি হয়।
বিআলো/এফএইচএস



