জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন তাকাইচি
আর্ন্তজাতিক ডেস্ক: জাপান ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি শনিবার সানা তাকাইচিকে দলের প্রধান নির্বাচিত করেছে, যা তাকে শিগেরু ইশিবারের স্থলাভিষিক্ত হিসেবে দেশের শীর্ষ পদে যাওয়ার পথে এগিয়ে দিচ্ছে।
৬৪ বছর বয়সি তাকাইচিকে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও জনআন্দোলনের মধ্যে আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচিত করেছে এলডিপি। সম্প্রতি বিদেশি বিনিয়োগে প্রণোদনা ও কঠোর নীতিমালা প্রতিশ্রুতি দিয়ে বিরোধী দলগুলো ভোটারদের আকর্ষণ করছেন।
আগামী ১৫ অক্টোবর সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে, যেখানে তাকাইচি শিগেরু ইশিবারের স্থলাভিষিক্ত হতে পারেন। বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতৃত্বে যাওয়ার সম্ভাবনা থাকলেও, এলডিপি ও তাদের জোট গত বছরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল।
তাকাইচি বলেন, “জনসাধারণের উদ্বেগ শুনে আমি তাদের দৈনন্দিন জীবন ও ভবিষ্যৎ নিয়ে আশার বার্তা দিতে চাই।” তিনি ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ হিসেবে দেখেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিনিয়োগ চুক্তি পুনর্নবীকরণের সম্ভাবনাও উস্কে দিয়েছেন। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি