• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা 

     dailybangla 
    01st Jun 2025 1:30 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে ৩১ মে শনিবার রাতে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে তিনি রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

    টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। সিঙ্গাপুর হয়ে তিনি ঢাকায় পৌঁছান। সফরসঙ্গীদের মধ্যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জাপান সফরে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য হয়। এতে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতায় দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

    জাপানের পক্ষ থেকে সফরকালে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন সহায়তা ঘোষণা করা হয়। এর মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর লক্ষ্যে, ৬৪১ মিলিয়ন ডলার জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লেন রেলপথ প্রকল্পে, এবং ৪.২ মিলিয়ন ডলার মানবসম্পদ উন্নয়ন বৃত্তির জন্য।

    এছাড়া, সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ক চুক্তিটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।

    সফরের তৃতীয় দিনে অধ্যাপক ইউনূস টোকিওতে অনুষ্ঠিত ৩০তম “নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া”-তে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশকে আসিয়ান সদস্যপদ লাভে সহযোগিতার অনুরোধ জানান।

    সফর শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031