জাফরুল আলমের মায়ের মৃত্যুতে বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর-এর সিনিয়র সহ-সম্পাদক জাফরুল আলমের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর হাটখোলায় বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের প্রচার সম্পাদক শরিফুল হক পাভেলের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান খান বাবু, সহ-সভাপতি নাসরিন গীতি, সিনিয়র সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক খন্দকার হাফিজুর রহমান বিপ্লব, ক্রীড়া সম্পাদক শাফিকুল ইসলাম রিপন, সিনিয়র সদস্য মনসুর আহমেদ, নাসরিন সুলতানা, নুর এ আলম জীবন, আব্দুর রহমান মল্লিক, আনিসুর রহমান রুবেল, আতিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর জাফরুল আলমের মা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিআলো/তুরাগ



